আগরতলা, ২৫ এপ্রিল : কৃষকদের উন্নয়ন হলেই দেশেরও অর্থনৈতিক উন্নতি হবে। সেই লক্ষ্যেই কাজ করছে বর্তমান রাজ্য সরকার। আজ জোলাইবাড়ি ব্লকের দেবদারু কমিউনিটি হলে দেবদারু এগ্রি সেক্টর অফিসের উদ্বোধন করে সমবায়মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া একথা বলেন। সমবায়মন্ত্রী ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জোলাইবাড়ি বি.এ.সি.-র চেয়ারম্যান অশোক মগ, জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সদস্য শম্ভু মানিক, বিশিষ্ট সমাজসেবী সুজিত দত্ত প্রমুখ। দু’জন কৃষক মৃণাল দেবনাথ এবং আপাইতু মগ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
সমবায়মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, গ্রামীণ কৃষকরা যাতে হাতের নাগালের মধ্যেই বীজ, সার, কীটনাশক, কৃষি যন্ত্রপাতি ও চাষাবাদের যাবতীয় পরামর্শ পান সেজন্য রাজ্য সরকারের পক্ষ থেকে গ্রামীণ এলাকায় এ ধরনের এগ্রি সেক্টর অফিস খোলা হচ্ছে। সরকারের লক্ষ্য কৃষকদের আয় দ্বিগুণ করা। সমবায়মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, গ্রামীণ কৃষকরা যাতে হাতের নাগালের মধ্যেই বীজ, সার, কীটনাশক, কৃষি যন্ত্রপাতি ও চাষাবাদের যাবতীয় পরামর্শ পান সেজন্য রাজ্য সরকারের পক্ষ থেকে গ্রামীণ এলাকায় এ ধরনের এগ্রি সেক্টর অফিস খোলা হচ্ছে। সরকারের লক্ষ্য কৃষকদের আয় দ্বিগুণ করা। সেই লক্ষ্যে সহায়কমূল্যে কৃষকদের কাছ থেকে সরকার ধান ক্রয় করছে। কৃষকদের হাতে কৃষি যন্ত্রপাতি তুলে দিচ্ছে। সেচ ব্যবস্থার উন্নয়ন ঘটানো হচ্ছে। কেন্দ্র এবং রাজ্য সরকারের প্রত্যেকটি প্রকল্পের সুযোগ যাতে কৃষকরা পান সেদিকে নজর দিতে কৃষি আধিকারিকদের পরামর্শ দেন সমবায়মন্ত্রী। অনুষ্ঠানের শুরুতেই পেহেলগাঁওয়ে (কাশ্মীর) নিহত পর্যটকদের জন্য শোক জ্ঞাপন করে ১ মিনিট নীরবতা পালন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জোলাইবাড়ি কৃষি বিভাগের কৃষি তত্ত্বাবধায়ক শ্রীদাম দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবদারু পঞ্চায়েতের প্রধান অমল মজুমদার।

