ফের সাফল্য ছত্তিশগড়ে, বিজাপুরে এনকাউন্টারে নিহত ৩ মাওবাদী

রায়পুর, ২৪ এপ্রিল (হি.স.): নকশাল-মুক্ত ভারত অভিযানে আবারও সাফল্য মিলল ছত্তিশগড়ে। বৃহস্পতিবার ছত্তিশগড়ের বিজাপুর জেলায় এনকাউন্টারে নিহত হয়েছে ৩ মাওবাদী। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ছত্তিশগড়-তেলেঙ্গানা সীমান্তবর্তী বিজাপুর জেলার কাররেগুট্টার বনাঞ্চলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন নকশাল নিহত হয়েছে। ৩ দিন আগে নিরাপত্তা বাহিনীর বৃহত্তম এই নকশাল-বিরোধী অভিযান শুরু হয়েছিল। তল্লাশি অভিযান এবং এনকাউন্টার চলছে।

নকশাল-মুক্ত ভারত অভিযানে বদ্ধপরিকর কেন্দ্রীয় সরকার। এই লক্ষ্যে ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত এলাকায় নিরন্তর চলছে অভিযান। একের পর এক অভিযানে সাফল্য পাচ্ছে নিরাপত্তা বাহিনী। এবার বিজাপুরে এনকাউন্টারে মৃত্যু হয়েছে ৩ মাওবাদীর।