মাটি খুঁড়তেই বেরিয়ে এল ড্রাম ভর্তি গাঁজা

আগরতলা, ২৪ এপ্রিল: গোপন সংবাদের ভিত্তিতে জম্পুইজলা অন্তর্গত চিকনছড়া ভিলেজের বাইল্যামুড়া এলাকার এক বাড়িতে মাটির নিচ থেকে তিন ড্রাম ভর্তি শুকনো ৪১ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে। কিন্তু ওই ঘটনায় কাউকে আটক করা যায়নি।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে জম্পুইজলা অন্তর্গত চিকনছড়া ভিলেজের বাইল্যামুড়া এলাকার নাসির উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে মাটির নিচ থেকে তিন ড্রাম ভর্তি শুকনো ৪১ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে। ওই অভিযানে ছিলো বিশ্রামগঞ্জ থানার ওসি সুবিমল দেবনাথ সেকেন্ড ওসি মিঠুন সাহা এবং আইপিএস ভেঙ্কট রাম। পুলিশ অভিযানের আগাম খবর পেয়ে বাড়ি থাকা নেশা কারবারীরা পালিয়ে যায়।

জানা যায়, একাংশ পুলিশ কর্মী এই অভিযানের সংবাদ ফাঁস করে দিয়েছেন।যার ফলে পুলিশ নেশা কারবারিকে গ্রেফতার করতে পারেননি।