আগরতলা, ২৩ এপ্রিল: ২০২৫-২৬ অর্থবছরে আগরতলা পুর নিগম ৪৭৫.৮৩ কোটি টাকার বাজেট পেশ করেছে। বাজেটে ঘাটতি ৭২ লক্ষ ২ হাজার টাকা। ব্যয় অনুমান করা হয়েছে ৪৭৬.৫০ কোটি টাকা।
আজ আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে মেয়র দীপক মজুমদার এবছরের পূর্নাঙ্গ বাজেট পেশ করেছেন।এদিন মেয়র বলেন,শহরবাসীর সার্বিক সুবিধার কথা মাথায় রেখে ৪৭৫.৮৩ কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে। তাতে ঘাটতি দেখা দিয়েছে ৭২ লক্ষ ২ হাজার টাকা। পুর নিগমরে নিজস্ব আয় এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প থেকে এই ঘাটতি মেটানোর চেষ্টা করা হবে বলে জানান তিনি।

