পহেলগামে জঙ্গি হামলায় নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহযোগিতার ঘোষণা জম্মু ও কাশ্মীর সরকারের

জম্মু, ২৩ এপ্রিল (হি.স.): জম্মু ও কাশ্মীর সরকার পহেলগামে জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা এবং আহতদের জন্য ২ লক্ষ টাকা করে আর্থিক সহযোগিতা দেওয়ার ঘোষণা করেছে। আহতদের সর্বোত্তম চিকিৎসা করা হচ্ছে বলেও জানানো হয়েছে।

বুধবার জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রীর দফতর জানিয়েছে যে, নিরপরাধ নাগরিকদের ওপর বর্বরোচিত হামলার কোনও স্থান নেই সমাজে। প্রিয়জনদের হারানোর কোনও পরিমাণ অর্থই কখনও ক্ষতিপূরণ হতে পারে না। তবে সহযোগিতা হিসাবে, জম্মু ও কাশ্মীর সরকার মৃতদের পরিবারগুলির জন্য ১০ লক্ষ টাকা, গুরুতরভাবে আহতদের জন্য ২ লক্ষ এবং স্বল্প আহতদের ১ লক্ষ টাকা করে আর্থিক সহযোগিতা দেওয়া হবে।

উল্লেখ্য, জম্মু ও কাশ্মীর সরকার পহেলগামে জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের তালিকা –

1. ইন্দোরের বাসিন্দা সুশীল নাইথিয়াল

2. পহেলগামের বাসিন্দা সৈয়দ আদিল হুসেন শাহ

3. মুম্বইয়ের বাসিন্দা হেমন্ত সুহাস জোশী

4. হরিয়ানার বাসিন্দা বিনয় নারওয়াল

5. অতুল শ্রীকান্ত মনি

6. উত্তরাখণ্ডের বাসিন্দা নীরজ উধওয়ানি

7. কলকাতার বাসিন্দা বিতান অধিকারী,

8. নেপালের বাসিন্দা সুদীপ ন্যুপানে

9. উত্তর প্রদেশের বাসিন্দা শুভম দ্বিবেদী

10. ওডিশার বাসিন্দা প্রশান্ত কুমার সতপথি

11. বিহারের বাসিন্দা মনীশ রঞ্জন

12. কেরলের বাসিন্দা এন. রামচন্দ্র

13. মুম্বইয়ের বাসিন্দা সঞ্জয় লক্ষ্মণ লালী

14. চণ্ডীগড়ের বাসিন্দা দীনেশ আগরওয়াল

15. কলকাতার বাসিন্দা সমীর গুহ

16. মুম্বইয়ের বাসিন্দা দিলীপ দাসালি

17. বিশাখাপত্তনমের বাসিন্দা জে শচচন্দ্র মলি

18. বেঙ্গালুরুর বাসিন্দা মধুসূদন সোমিসেত্তি

19. মহারাষ্ট্রের বাসিন্দা সন্তোষ জগদা

20. কর্ণাটকের বাসিন্দা মঞ্জু নাথ রাও

21. মহারাষ্ট্রর বাসিন্দা কস্তুবা গনভোতেত্রা

22. বেঙ্গালুরুর বাসিন্দা ভারত ভূষণ

23. গুজরাটের বাসিন্দা সুমিত পারমার

24. গুজরাটের বাসিন্দা ইয়াতেশ পারমার

25. অরুণাচল প্রদেশের বাসিন্দা তেগেহেলিং

26. গুজরাটের বাসিন্দা শৈলেশভাই এইচ. হিম্মতভাই