ভোর থেকে খোয়াই জেলা হাসপাতাল বিদ্যুৎহীন, বন্ধ ডায়ালাইসিস পরিষেবা

আগরতলা, ২১ এপ্রিল: আজ সকাল থেকে খোয়াই জেলা হাসপাতালে বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে রয়েছে। তাতে হাসপাতালে বন্ধ হয়ে পড়েছে ডায়ালাইসিস পরিষেবা। কিন্তু এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলে তাঁরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ রোগীর পরিজনদের।

জনৈক রোগীর পরিজন বলেন, কিছু দিন যাবৎ খোয়াই জেলা হাসপাতালে সকালে
বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে থাকে। তাতে
ডায়ালাইসিস বিভাগে সংকট দেখা দিয়েছে। হাসপাতালে ডায়ালাইসিস করতে আসা রোগীরা দুই থেকে তিন ঘন্টা যাবৎ ওয়ার্ডের বাইরে বসে থাকতে হচ্ছে। এতে বিভিন্ন সমস্যায় সম্মুখীন হচ্ছেন তাঁদের। তাতে রোগী পরিবারের লোকজনদের চিকিৎসা করতে গিয়ে নাজেহালের শিকার হচ্ছেন।

রোগীর পরিজনদের আরও অভিযোগ, এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলে তাঁরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে না। এমনকি রোগীর পরিজনের তরফ থেকে বিদ্যুৎ নিগমে যোগাযোগ করতে চাইলেও কাজের কাজ কিছুই হয়নি।