বিলোনিয়া সফরে পূর্ত ও জলসম্পদ দপ্তরের সচিব, সীমান্ত পরিদর্শন ও বৈঠকে তৎপরতা

বিলোনিয়া, ২০ এপ্রিল: রবিবার পূর্ত ও জলসম্পদ দপ্তরের সচিব কিরন গীত্যে বিলোনিয়া সফরে আসেন। তাঁর সফরকালীন সঙ্গী ছিলেন ত্রিপুরা ফ্রন্টিয়ার বিএসএফ-এর আইজি অশ্বিনী কুমার। দুপুর বারোটা নাগাদ বিলোনিয়া সার্কিট হাউসে উপস্থিত হয়ে সচিব কিরন গীত্যে প্রথমে বিভিন্ন সীমান্ত রক্ষী বাহিনীর আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ভারত-বাংলাদেশ সীমান্তের বাঁধ সংস্কার সহ একাধিক গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা হয়।

এরপর সচিব কিরন গীত্যে নেতাজি সুভাষচন্দ্র নগর ও ঈশানচন্দ্র নগর গ্রাম পঞ্চায়েতের উত্তর বিলোনিয়া ও বল্লামুখা এলাকার ভারত-বাংলাদেশ সীমান্তের বাঁধ সংক্রান্ত এক বিতর্কিত এলাকা পরিদর্শন করেন। অভিযোগ, আন্তর্জাতিক সীমান্ত চুক্তিকে অগ্রাহ্য করে বাংলাদেশের পক্ষ থেকে সীমান্তবর্তী এলাকায় নির্মাণ বাঁধ তৈরি করা হয়েছে। এ প্রসঙ্গে সচিবের সঙ্গে ছিলেন বিএসএফ আইজি অশ্বিনী কুমার, পুলিশ সুপার মৌর্য কৃষ্ণ, এডিএম প্রদীপ কুমার, মহকুমা শাসক দেবাশীষ দাস সহ পূর্ত ও জলসম্পদ বিকাশ দপ্তরের আধিকারিক এবং সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যরা।

পরিদর্শন শেষে বিলোনিয়া আইসি নগর নিজকালিকাপুর সীমান্ত এলাকা ঘুরে সচিব কিরন গীত্যে পুনরায় ফিরে আসেন সার্কিট হাউসে। সেখানে তিনি ভারত চন্দ্র নগর ব্লকের চেয়ারম্যান পুতুল পাল বিশ্বাস, বিলোনিয়া পৌরসভার চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ, ঋষ্যমুখ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শম্ভুনাথ কর, মন্ডল সভাপতি সায়ন্তন দত্ত, দক্ষিণ জেলা বিজেপি কমিটির সভাপতি দ্বীপায়ান চৌধুরী সহ অন্যান্য জনপ্রতিনিধি এবং দপ্তরের আধিকারিকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন।

বৈঠকে দক্ষিণ জেলার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হয় এবং দ্রুত সমাধানের দাবিতে আবেদন জানান জনপ্রতিনিধিরা। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সচিব কিরন গীত্যে জানান, গত আগস্ট মাসের ভয়াবহ বন্যায় দক্ষিণ জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ক্ষয়ক্ষতি পূরণে কিছু কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এবং বাকি কাজগুলি আগামী ছয় মাসের মধ্যে সম্পূর্ণ হবে বলে আশ্বাস দেন তিনি।