দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে চন্দ্রবাবুকে জন্মদিনের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২০ এপ্রিল (হি.স.): অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চন্দ্রবাবু নাইডুর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেছেন প্রধানমন্ত্রী মোদী। অন্ধ্রপ্রদেশের উন্নয়নের জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করছেন বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।

রবিবার সকালে এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, “আমার ভালো বন্ধু এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী এন চন্দ্রবাবু নাইডু গারুকে শুভেচ্ছা। ভবিষ্যৎ ক্ষেত্রের ওপর মনোযোগ দিয়ে তিনি যেভাবে অন্ধ্রপ্রদেশের উন্নয়নের জন্য অক্লান্ত পরিশ্রম করছেন, তা প্রশংসনীয়। তাঁর দীর্ঘ ও সুস্থ জীবনের জন্য প্রার্থনা করছি।”