কল্যাণপুর কমিউনিটি হেলথ সেন্টারে আধুনিক ডিজিটাল এক্স-রে পরিষেবার শুভ সূচনা

কল্যাণপুর, ১৯ এপ্রিল:
এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে কল্যাণপুরের সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবায় এক নতুন অধ্যায়ের সূচনা ঘটলো আজ। কল্যাণপুর কমিউনিটি হেলথ সেন্টারে অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর ডিজিটাল এক্স-রে পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এলাকার মাননীয় বিধায়ক পিনাকী দাস চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক পিনাকী দাস চৌধুরী আজকের দিনটিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, “এক সময় কল্যাণপুর ছিল রাজ্যের এক প্রত্যন্ত অঞ্চল, যেখানে চিকিৎসা পরিষেবার জন্য মানুষকে রাজধানী আগরতলার উপর নির্ভর করতে হতো। তবে বর্তমান বিজেপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের অন্যান্য প্রান্তের সঙ্গে সঙ্গে কল্যাণপুরেও চিকিৎসা ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে।”

তিনি জানান, রাজ্যের নির্বাচিত ১৮টি স্বাস্থ্য কেন্দ্রে মডার্ন ল্যাব চালু করা হয়েছে, যার মধ্যে কল্যাণপুরও একটি। এই প্রকল্পে স্থান পাওয়ায় বিধায়ক রাজ্যের মুখ্যমন্ত্রী সহ রাজ্য সরকারকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডাঃ রাজা জমাতিয়া, কল্যাণপুর কমিউনিটি হেলথ সেন্টারের মেডিকেল অফিসার ইনচার্জ ডঃ সন্দীপ চক্রবর্তী এবং এলাকার বিশিষ্ট সমাজকর্মী নিতাই বল সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তব্য রাখতে গিয়ে অতিথিবৃন্দ জানান, এই আধুনিক ডিজিটাল এক্স-রে পরিষেবা কল্যাণপুরের চিকিৎসা পরিকাঠামোয় এক নতুন মাত্রা যোগ করবে এবং রোগ নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উল্লেখযোগ্য যে, আধুনিক প্রযুক্তি নির্ভর এই পরিষেবা সাধারণ মানুষকে দ্রুত এবং সঠিক চিকিৎসা সুবিধা প্রদান করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট সকলেই।