কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সকাশে ত্রিপুরার মুখ্যমন্ত্রী

নয়াদিল্লি, ১৮ এপ্রিল: কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সাথে নয়াদিল্লিতে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা। এদিন রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে আলোচনা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।

এদিন মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে লেখেন, নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। তিনি রাজ্য সরকারের মূল উন্নয়নমূলক উদ্যোগগুলি নিয়ে আলোচনা করেন। পাশাপাশি, অগ্রগতির জন্য কেন্দ্রের কাছ থেকে তাঁর মূল্যবান দিক নির্দেশনা ও সমর্থন চাইলেন তিনি।