শ্রীভূমিতে ২মে পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে এন আই অ্যাক্টে সরকারি ছুটি

শ্রীভূমি (অসম) ১৭ এপ্রিল (হি.স.) : শ্রীভূমি জেলায় ২মে পঞ্চায়েত নির্বাচন। এই উপলক্ষে এক আদেশনামার মাধ্যমে ওইদিন রাজ্য সরকারের সাধারণ প্রশাসন বিভাগ থেকে এন আই অ্যাক্টে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। আদেশে শ্রীভূমি জেলায় ভোটগ্রহণের দিন অর্থাৎ ২মে পঞ্চায়েত নির্বাচন এলাকায় অবস্থিত এলাকা যেখানে ভোট গ্রহণ করা হবে, ওই এলাকার সব সরকারি ও বেসরকারি কার্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাঙ্ক, ব্যবসায়ী প্রতিষ্ঠান, চা-বাগান ইত্যাদি এন আই অ্যাক্টে বন্ধ থাকবে।