নয়াদিল্লি, ১৬ এপ্রিল (হি.স.): বোমার হুমকি পেল দিল্লির দ্বারকা আদালত। বুধবার দিল্লির দ্বারকা আদালতে বোমার হুমকি মেলে। দিল্লি পুলিশের বিডিএস (বোমা শনাক্তকরণ ও নিষ্ক্রিয়করণ স্কোয়াড) দল এবং দমকলের টিম আদালত চত্বরে উপস্থিত হয়। তল্লাশি অভিযান চালানো হয়, শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত সন্দেহজনক কিছুই মেলেনি।
অ্যাডভোকেট প্রবীণ সচদেব বলেন, “সকালে স্বাভাবিকভাবেই কাজ চলছিল, আদালতে স্বাভাবিকভাবেই কাজ হচ্ছিল। হঠাৎ আমরা দুপুর ১২.৩০-১টার পরে এই বিষয়ে জানতে পারি। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বোমা শনাক্তকরণ ও নিষ্ক্রিয়করণ স্কোয়াড এখানে এসেছিল।”

