উদয়পুর, ১৬ এপ্রিল: উদয়পুরেজর গর্জিতে পুলিশ ফাঁড়ি অন্তর্গত নাতিন টিলা এলাকায় এক শালবাগান থেকে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
স্থানীয় বাসিন্দারা সকালে শালবাগানে গিয়ে প্রথমে মৃতদেহটি দেখতে পান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনার খবর পেয়ে গর্জি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং দেহটি উদ্ধার করে।
উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাস জানিয়েছেন, মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। আনুমানিক বয়স চল্লিশ বছর। মৃতদেহটি গোমতী জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এদিকে, ঘটনার কারণ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এটি আত্মহত্যা না অন্য কিছু, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আধিকারিকরা। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে।

