আবহাওয়ার উন্নতি, ১৭ এপ্রিল পর্যন্ত শুষ্কই থাকবে জম্মু ও কাশ্মীর

শ্রীনগর, ১২ এপ্রিল (হি.স.): বিগত কয়েকদিনের বৃষ্টির পর ফের আবহাওয়ার উন্নতি হয়েছে জম্মু ও কাশ্মীরে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পূর্বাভাস মতোই, শনিবার থেকেই আবহাওয়ার উন্নতি হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, ১২-১৭ এপ্রিল আবহাওয়া মূলত শুষ্ক থাকবে জম্মু ও কাশ্মীরের আবহাওয়া।

একইসঙ্গে আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৮-২০ এপ্রিল আবারও জম্মু ও কাশ্মীরের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি ও উঁচু পাহাড়ে তুষারপাত হতে পারে। আগামী ১৭ এপ্রিল পর্যন্ত কৃষকদের জন্য কোনও সতর্কতা নেই।