বাইক ও ই-রিকশার সংঘর্ষে আহত তিনজন

আগরতলা, ১২ এপ্রিল: বাইক ও ই-রিকশার সংঘর্ষে গুরুতর আহত হয়েছে তিনজন ব্যক্তি। ওই ঘটনায় ধর্মনগর -পানিসাগর রোডের চারুবাসা কালীমন্দিরের সামনে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। দমকলকর্মীরা আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গিয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ দুপুরে ধর্মনগর -পানিসাগর রোডের চারুবাসা কালীমন্দিরের সামনে একটি বাইক এবং ই-রিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাইক চালক, আরোহী এবং ই-রিকশা চালক গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে দমকলকর্মীদের খবর দিয়েছেন। দমকলকর্মীরা আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গিয়েছে। বর্তমানে তাদের চিকিৎসা চলছে জেলা হাসপাতালে।