বিহারে ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস, জারি কমলা সতর্কতা

পাটনা, ১১ এপ্রিল (হি.স.): ঝড়-বৃষ্টি ও বজ্রপাতে বিহারের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই বহু মানুষের মৃত্যু হয়েছে। এমতাবস্থায় আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৪-৫ দিন বিহারের বেশ কিছু অংশে বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতও প্রত্যাশিত। এই মর্মে বিহারে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

আগামী দিনগুলিতে উত্তর-পূর্ব থেকে পশ্চিম বিহার পর্যন্ত অঞ্চলভিত্তিক বৃষ্টিপাতের ওঠানামা দেখা দিতে পারে, বজ্রপাতের পাশাপাশি দমকা হাওয়াও বইবে। বৃষ্টির সময় খোলা স্থানে যেতে বারণ করা হয়েছে।