পুত্রবধূর হাতে নির্যাতিতা বৃদ্ধা শাশুড়ি

আগরতলা, ১১ এপ্রিল: পুত্রবধূর হাতে নির্যাতনের শিকার হয়েছেন বৃদ্ধা শাশুড়ি। ওই ঘটনায় কাঞ্চনমালা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বৃদ্ধা সন্ধ্যা মজুমদারের অভিযোগ পুত্রবধূ দিপালী দাসের তাঁকে বেধড়ক মারধর করেন।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার ২ নং ওয়ার্ডের মৃত নিতাই মজুমদারের ছোট ছেলে কর্ণজিৎ মজুমদার গত বেশ কয়েক বছর আগে দিপালী দাস নামে এক বিবাহবিচ্ছেদ হওয়া মহিলাকে বিবাহ করেছিলেন। বিয়ের পর বেশ অনেকদিন ভালো থাকলেও কর্ণজিৎ মজুমদারের বৃদ্ধা মা সন্ধ্যা মজুমদারের উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে পুত্রবধূ দিপালী দাস এবং পুত্র। তাদের পারিবারিক এইসব বিষয় নিয়ে এলাকায় একাধিকবার মীমাংসা সভাও বসেছিল কিন্তু পুত্রবধূ দিপালী দাসের জন্য এলাকার মাতব্বরেরা সঠিকভাবে মীমাংসা করতে পারেনি।

এরই মধ্যে আজ সকালে দিপালী দাস তার বৃদ্ধা শাশুড়ি সন্ধ্যা মজুমদারকে মারধর শুরু করেন। এতে কর্ণজিত মজুমদারের সম্পূর্ণ ইশারা ছিল বলে অভিযোগ করেন নির্যাতিতা শাশুড়ি সন্ধ্যা মজুমদার। পরে স্থানীয় এলাকাবাসীদের পক্ষ থেকে খবর দেওয়া হয়েছে আমতলী থানায়। খবর পেয়ে আমতলী থানার পুলিশ ঘটনাস্থলে দ্রুত ছুটে গিয়ে সম্পূর্ণ ঘটনাটি সরজমিনে প্রত্যক্ষ করে এবং কর্ণজিত মজুমদার ও তার স্ত্রী দিপালী দাসকে কড়া হুঁশিয়ারি দেন যে বৃদ্ধা মায়ের উপর আক্রমণের ঘটনাটি সামাজিক এবং আইনের চোখে কোনমতেই মানানসই নয়।

নির্যাতিতা বৃদ্ধা সন্ধ্যা মজুমদার পুলিশের সামনে দুই চোখের জল ফেলতে ফেলতে এই নির্যাতনের ঘটনাটি বিস্তারিতভাবে জানান এবং তিনি জানিয়েছেন এই নিয়ে বেশ কয়েকদিন তাকে মারধর করেছে পুত্রবধু। খবর পেয়ে ছুটে গিয়েছেন কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডের সদস্য সুধীর চৌধুরী। জানা গেছে এই ব্যাপারে আমতলী থানার পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করবে পুত্র কর্ণজিৎ মজুমদার এবং পুত্রবধূ দিপালী দাসের বিরুদ্ধে।