“অহিংসা ও শান্তির মূর্ত প্রতীক”, ভগবান মহাবীরকে শ্রদ্ধা রাষ্ট্রপতি মুর্মুর

নয়াদিল্লি, ১০ এপ্রিল (হি.স.): “অহিংসা ও শান্তির মূর্ত প্রতীক, ভগবান মহাবীর মানবতাকে সত্য এবং ত্যাগের পথ দেখিয়েছিলেন।” বৃহস্পতিবার এই ভাষায় মহাবীর জয়ন্তীর আন্তরিক শুভেচ্ছা জানালেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

তিনি এক্সবার্তায় লিখেছেন, “মহাবীর জয়ন্তী উপলক্ষে সকল দেশবাসীকে, বিশেষ করে জৈন সম্প্রদায়ের সকল মানুষকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আসুন, আমরা সকলে তাঁর দেখানো পথ অনুসরণ করি এবং সমগ্র বিশ্বের কল্যাণের জন্য কাজ করার অঙ্গীকার করি।”