৪৫ ডিগ্রিতে পৌঁছল পারদ, তীব্র গরমে নাস্তানাবুদ মরু রাজ্য রাজস্থান

জয়পুর, ৭ এপ্রিল (হি.স.): তীব্র গরমে নাজেহাল অবস্থা মরুরাজ্য রাজস্থানে। সোমবার রাজস্থানের কোথাও কোথাও ৪২ থেকে ৪৫ ডিগ্রিতে পৌঁছতে তাপমাত্রা। আগামী ৩-৪ দিন এমনই গরম থাকবে রাজস্থানে, পূর্বাভাস আবহাওয়া দফতরের। জয়পুর আইএমডি-র অধিকর্তা রাধেশ্যাম শর্মা সোমবার বলেছেন, “রাজস্থানের বেশিরভাগ অংশে সর্বোচ্চ তাপমাত্রা ৪২ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রেকর্ড করা হচ্ছে, যা স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৭ ডিগ্রি বেশি। গত ২৪ ঘণ্টায়, বারমেরে সর্বোচ্চ তাপমাত্রা ৪৫.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বর্তমানে, পশ্চিম রাজস্থানের অনেক অংশে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় রয়েছে এবং দক্ষিণ-পশ্চিম রাজস্থানের কিছু অংশে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি বিরাজ করছে। রাজস্থানে এমনই তাপপ্রবাহ আগামী ৩-৪ দিন অব্যাহত থাকবে।”

—————