বিশ্রামগঞ্জ সিপাহীজলা জেলা অফিসে বাম সংগঠনের যুব কনভেনশান

আগরতলা, ৫ এপ্রিল: আগামী ৫ মে কর্মসংস্থান সহ একাধিক দাবিতে বিশ্রামগঞ্জে ডিওয়াইএফআই ও টিওয়াইএফ-র যৌথ উদ্যোগে গণডেপুটেশান ও মিছিলের আয়োজন করা হবে। এরই অঙ্গ হিসেবে আজ বিশ্রামগঞ্জ সিপিআইএম জেলা অফিসে বাম সংগঠনের যুব কনভেনশন অনুষ্ঠিত হয়।

এদিনের উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই রাজ্য সভাপতি কমরেড পলাশ ভূমিক, কমরেড ইন্দ্রজিত সাহা, কমরেড হিরন্ময় নারায়ন দেবনাথ, কমরেড বেনিলাল দেববর্মা, কমরেড নেতাজি দেববর্মা, সভাপতি মন্ডলীতে ছিলেন কমরেড মহম্মদ সেলিম, কমরেড রঞ্জিত দেববর্মা।

মূলত, কর্মসংস্থান দাবিতে, দুর্নীতির সাম্রাজ্য ও জঙ্গলের রাজত্বের অবসান করতে, নেশা বাণিজ্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার দাবীতে ওই গণডেপুটেশনের আয়োজণ করা হয়েছে।