স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের প্রতি ক্রমাগত নজর রাখছে রাজ্য সরকার : মুখ্যমন্ত্রী

আগরতলা, ৫ এপ্রিল: ত্রিপুরার স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের প্রতি ক্রমাগত নজর রাখছে রাজ্য সরকার। আজ আই জি এম হাসপাতালের ওপিডি এবং ডেন্টাল কলেজের বিভিন্ন বিভাগ পরিদর্শন গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক( ডা.) মানিক সাহা। এদিন তিনি পরিষেবা প্রদানকারী চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সাথে কথা বলেন।

পরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় মুখ্যমন্ত্রী বলেন, মানুষের উন্নত স্বাস্থ্য পরিষেবা প্রদানে এই সরকার সদা সচেষ্ট। বিগত দিনের আই জি এম হাসপাতালের সঙ্গে বর্তমানের অনেক ব্যবধান রয়েছে। দিন দিন এই হাসপাতাল উন্নতির দিকে এগুচ্ছে। অনেকটা চাপ থাকা সত্ত্বেও আইজিএম হাসপাতালের চিকিৎসক এবং অন্যান্য স্বাস্থ্য কর্মীরা সমর্পিত হয়ে কাজ করছেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্যও পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এদিন তিনি আরও বলেন, হাসপাতালে চিকিৎসা পরিষেবা আরও উন্নত করার লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেন। মুখ্যমন্ত্রী বলেন, তিনি প্রায়শই এই হাসপাতাল পরিদর্শনে এসেছেন। ক্রমশ এর উন্নতির চিত্র লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি ডেন্টাল কলেজেও পরিদর্শনকালে কলেজের কর্মীদের সময়ানুবর্তীতা এবং রোগী সম্পর্কেও অবগত হন।

মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, আজকের এই পরিদর্শন কর্মসূচি সম্পূর্ণ আকস্মিক। আকস্মিক হওয়া সত্ত্বেও হাসপাতালে তেমন কোনও খামতি লক্ষ্য করা যায়নি। তবুও যেসব ছোট খাটো সমস্যা লক্ষ্য করা গেছে আগামীতে সেগুলির সমাধানে উদ্যোগ নেওয়া হবে।