সিপাহীজলায় একদিবসীয় মৎস্যচাষী সচেতনতা কর্মশালা, সহায়তা সামগ্রী ও অর্থ প্রদান

আগরতলা, ৫ এপ্রিল: রাজ্যের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী ও স্বনির্ভর করে তোলার লক্ষ্যে এবং সারা ভারতব্যাপী সচেতনতা কর্মসূচির অঙ্গ হিসেবে সিপাহীজলা জেলায় অনুষ্ঠিত হলো একদিবসীয় মৎস্যচাষী সচেতনতা মূলক কর্মশালা।

চড়িলাম লীলা দেব স্মৃতি কমিউনিটি হলে জেলা মৎস্য দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মশালার উদ্বোধন করেন সিপাহীজলা জেলার জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত।

এদিনের কর্মশালায় জেলার তিনটি মহকুমা থেকে আগত মৎস্যচাষী ও কৃষকেরা অংশগ্রহণ করেন। কর্মশালায় অংশগ্রহণকারীদের মৎস্য চাষের আধুনিক পদ্ধতি, সরকারি প্রকল্প ও সহায়তা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করা হয়।

কর্মশালা শেষে সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্যচাষীদের হাতে আর্থিক সহায়তা এবং মৎস্য চাষে প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী, এমনকি যাতায়াতের জন্য গাড়ির চাবিও তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।

পাশাপাশি, দেশের সমস্ত মৎস্যচাষীদের নিয়ে গঠিত জাতীয় মৎস্য উন্নয়ন প্ল্যাটফর্ম এর অনলাইন পোর্টালে ত্রিপুরার মৎস্যচাষীদের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর মাধ্যমে রাজ্যের মৎস্যচাষীদের ডিজিটাল প্ল্যাটফর্মে সংযুক্ত করে তাঁদের আরও আধুনিক ও ফলপ্রসূভাবে চাষে উৎসাহিত করার লক্ষ্যে পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।

এই কর্মশালার মাধ্যমে মৎস্যচাষীদের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি এবং আত্মনির্ভরতার পথ প্রশস্ত হবে বলেই আশাবাদী জেলা প্রশাসন।