আগরতলা, ৫ এপ্রিল: যাঁরা জেগে ঘুমায় তাঁদেরকে কেউ জাগাতে পারেনা। ফলে তাঁদের কাছ থেকে কিছু আশা করা বৃথা। শনিবার রাজ্যে এসেই নাম না করে সিপিএমকে বিঁধলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব।
এদিন তিনি বলেন, যাঁরা জেগে ঘুমায় তাঁদেরকে কেউ জাগাতে পারেনা। ফলে তাঁদের কাছ থেকে কিছু আশাকরা বৃথা। যেমন ২০১৮ সালে সিপিএম ঘুমিয়ে ঘুমিয়ে ত্রিপুরা থেকে চিরতর বিদায় নিয়েছে। বিপ্লব কুমার দেব কখনো জেগে ঘুমায় না।