জাতীয় সমুদ্র দিবসে শুভেচ্ছা মোদী ও শাহের, ভালো খবর শোনালেন সুকান্ত

নয়াদিল্লি, ৫ এপ্রিল (হি.স.): ভারতের তিন দিকে সমুদ্র, প্রাচীনকাল থেকেই তাই সমুদ্র পথে বাণিজ্যের পোত ছুটিয়েছেন ভারতের বণিক ও নাবিকেরা। ভারতের শিল্প, অর্থনীতি, প্রতিরক্ষা এবং বাণিজ্যে সমুদ্রের গুরুত্বপূর্ণ ভূমিকাকে স্বীকৃতি ও সম্মান জানাতেই ৫ এপ্রিল দিনটি জাতীয় সমুদ্র দিবস হিসেবে পালন করা হয়। ১৯১৯ সালের ৫ এপ্রিল ভারতের প্রথম দেশীয় জাহাজ সংস্থা সিন্ধিয়া স্টিম নেভিগেশন কোম্পানি তৎকালীন বোম্বে থেকে লন্ডনের পথে তাঁদের নিজস্ব জাহাজ ‘এস এস লোয়ালিটি’র যাত্রী পরিবহণ পরিষেবা শুরু করেছিল, সেই দিনটিকে স্মরণ করেই ১৯৬৪ সালের ৫ এপ্রিল প্রথমবার জাতীয় সমুদ্র দিবস পালন করা হয়।

শনিবার দেশজুড়ে জাতীয় সমুদ্র দিবস উদযাপন করা হয়। এই উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রধানমন্ত্রী মোদী তাঁর এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, আজ জাতীয় সমুদ্র দিবসে, আমরা ভারতের সমৃদ্ধ সমুদ্র ইতিহাস এবং দেশ গঠনে এই ক্ষেত্রে ভূমিকা স্মরণ করছি। ভারতের অগ্রগতির জন্য আমরা সমুদ্র ক্ষেত্র এবং আমাদের বন্দরগুলিকে শক্তিশালী করার কাজ অব্যাহত রাখব। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজ বার্তায় জানিয়েছেন, জাতীয় সমুদ্র দিবসে আমাদের সমুদ্র শিল্পের কর্মীদের শুভেচ্ছা, এই দিনটি তাদের অনুপ্রেরণার বার্তা হিসেবে কাজ করুক।

জাতীয় সমুদ্র দিবসের প্রেক্ষাপটে ভাল খবর শুনিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার। তিনি জানিয়েছেন, কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে ২০০০ কোটি টাকার একটি জাহাজ নির্মাণ শিল্প গড়ে তুলতে চলেছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার লোকসভায় এক প্রশ্নোত্তর পর্বে জানিয়েছেন, নন্দীগ্রামের জেলিংহামে ৫,৬৫,৮৪৮ বর্গমিটার জমিতে গড়ে উঠবে জাহাজ নির্মাণ শিল্প যা কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি পশ্চিমবঙ্গকে জাহাজ নির্মাণ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করবে।

—————