আগরতলা, ৫ এপ্রিল : শৈবতীর্থ ঊনকোটিতে গতকাল দু’দিনব্যাপী অশোকাষ্টমী মেলার উদ্বোধন করেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়। মেলার উদ্বোধন করে তিনি বলেন, শৈবতীর্থ উনকোটি তীর্থযাত্রী ও পর্যটকদের কাছে এক বিশ্বাস ও স্বপ্নের জায়গা। ঊনকোটি পর্যটন কেন্দ্রের পরিকাঠামোর উন্নয়নে রাজ্য সরকার পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে।
তিনি বলেন, ঊনকোটি দর্শনে আসা পর্যটকদের থাকার ও বিনোদনের জন্য গৌরনগর ব্লক এলাকার সোনামুখি গ্রামে ৭০ কোটি টাকা ব্যয়ে কটেজ ও বড় পার্ক গড়ে তোলার কাজ শুরু হয়েছে। প্রধান অতিথির ভাষণে ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস বলেন, বর্তমান সরকার পর্যটন সহ রাজ্যের সার্বিক বিকাশে কাজ করছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঊনকোটি জিলা পরিষদের সহকারী সভাধিপতি সন্তোষ ধর, জিলা পরিষদের সদস্য বিমল কর, কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায়, চন্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সম্পা দাস (পাল), তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহ-অধিকর্তা বিশ্বজিৎ দেব প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন কৈলাসহর মহকুমার মহকুমা শাসক প্রদীপ সরকার।
ধন্যবাদসূচক ভাষণ রাখেন মহকুমা কল্যাণ আধিকারিক মতিরঞ্জন দেববর্মা। ২ দিনব্যাপী অশোকাষ্টমী মেলা উপলক্ষে বিভিন্ন দপ্তরের প্রদর্শনী স্টল খোলা হয়। এছাড়াও তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সারা রাতব্যাপী বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।