আগরতলা, ৫ এপ্রিল: দীর্ঘ দশ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হলো আগরতলা বামুটিয়া সড়কের সাহা পাড়া সংহতি সংঘ সংলগ্ন জগন্নাথবাড়ি লেইক থেকে দুর্গাবাড়ি শ্মশানঘাট ছড়া পর্যন্ত ড্রেন নির্মাণ কাজ।
প্রতিবছর বর্ষা এলেই এই রাস্তায় জলাবদ্ধতা তৈরি হতো। অতিরিক্ত বৃষ্টিতে দুই-তিনদিন ধরে যানবাহন ও পথচারীদের চলাচলে চরম অসুবিধার সম্মুখীন হতে হতো। বিশেষ করে ভদ্রপল্লীর প্রায় পঁইত্রিশটি পরিবার জলে বন্দি হয়ে পড়তেন।
আজ সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বামুটিয়ার প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস জানান, বাম আমলে অবৈজ্ঞানিকভাবে নির্মিত কালভার্টের কারণেই দীর্ঘদিন ধরে এই জলাবদ্ধতার সমস্যা তৈরি হয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সেই সমস্যা সমাধানে উদ্যোগী হয়েছে।
তিনি জানান, প্রয়াত পশ্চিম জেলার জেলা সভাধিপতি বলাই গোস্বামীর প্রচেষ্টায় এই ড্রেন নির্মাণের কাজ তড়িৎ গতিতে শুরু হয়েছে। প্রায় এক কোটি টাকা ব্যয়ে পূর্ত দপ্তরের তত্ত্বাবধানে এই ড্রেন নির্মাণ কাজ সম্পন্ন হবে।
এই ড্রেন নির্মাণের ফলে বামুটিয়াবাসীর বহুদিনের ভোগান্তির অবসান ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন শ্রী দাস। তিনি আরও বলেন, বর্তমান সরকার শুধুমাত্র ড্রেন বা রাস্তা নয়, রাজ্যের সামগ্রিক উন্নয়নে কাজ করে চলেছে এবং বামুটিয়াতেও সেই উন্নয়নের ছোঁয়া লাগছে।
এদিনের ড্রেন নির্মাণ পরিদর্শনে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপক কুমার সিনহা, বামুটিয়া ব্লকের বিডিও অমিতাভ ভট্টাচার্য, উত্তর গান্ধীগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কৃষ্ণ বিশ্বাস, ৪৪ নম্বর বুথ সভাপতি উত্তম চক্রবর্তীসহ পঞ্চায়েত সদস্য ও স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় তাঁরা সন্তুষ্ট। ভবিষ্যতে আগরতলা-বামুটিয়া সড়কও প্রশস্ত করে যান চলাচল সহজতর করা হবে বলে আশ্বাস দেন কৃষ্ণধন দাস। তিনি বামুটিয়ার সার্বিক উন্নয়নে জনসাধারণের সহযোগিতা কামনা করেন।