আগরতলা, ৫ এপ্রিল : আজ মহাঅষ্টমী। প্রথা মেনে রাজধানীর আগরতলা দুর্গাবাড়িতে মহাষ্টমীতে বাসন্তী পূজা অনুষ্ঠিত হয়। এদিন ভক্তদের সমাগম ছিল লক্ষণীয়।
প্রসঙ্গত, হিন্দু ও বাঙ্গালীদের অন্যতম প্রধান উৎসব দুর্গাপূজা। আশ্বিন মাসে জাঁকজমকপূর্ণভাবে দুর্গাপূজা হলেও কালের পূজা হল চৈত্র মাসে। চৈত্র মাসের এই পূজা বাসন্তী পূজা নামে পরিচিত। রাজধানী আগরতলা দুর্গা বাড়িতে অন্যান্য বছরের মতো এবছরও বেশ জাকজমকপূর্ণভাবে ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশে বাসন্তী পূজা অনুষ্ঠিত হয়েছে। এদিন মহা অষ্ঠমী তিথিতে দুর্গাবাড়ি মন্ডপে অসংখ্য ভক্তবৃন্দের উপস্থিতি পরিলক্ষিত হয়েছে।
মন্দিরের পুরোহিত বলেন, প্রথা মেনে দূর্গাবাড়িতে মহাষ্টমীতে বাসন্তী পূজা হয়েছে। পূজা শেষে ভক্তরা দেবীর চরণে অঞ্জলি নিবেদন করেন।