জম্মু, ৫ এপ্রিল (হি.স.): নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা ফের ভেস্তে দিল সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার মধ্যরাতে জম্মুর আন্তর্জাতিক সীমান্তে বিএসএফ-এর গুলিতে মৃত্যু হয়েছে এক অনুপ্রবেশকারীর। নিহত অনুপ্রবেশকারীর পরিচয় জানার চেষ্টা করছে বিএসএফ।
বিএসএফ-এর পক্ষ থেকে শনিবার সকালে জানানো হয়েছে, শুক্রবার মধ্যরাতে জম্মুর সীমান্তবর্তী এলাকায় এক অনুপ্রবেশকারীর গতিবিধি নজরে আসে, ওই অনুপ্রবেশকারীকে থামতে বলা হয়। কিন্তু, সে এগিয়ে আসতে থাকে। এরপরই ঝুঁকি বুঝতে পেরে বিএসএফ জওয়ানরা গুলি চালান, গুলি লেগে মৃত্যু হয় ওই অনুপ্রবেশকারীর।

