আগরতলা, ৩ এপ্রিল: ৩৬ বছর বয়সী এক তরুণ যুবক আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। আজ সকালে ফটিকরায় থানাধীন সায়দারপার গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডের বাড়ির পাশেই ওই যুবককের মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই ঘটনায় গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। কিন্তু কি কারণে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে তা এখনো পর্যন্ত জানা যায় নি। আপাতত পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ সকালে ঘটনা ফটিকরায় থানাধীন সায়দারপার গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডের নিবাসী প্রদীপ কপালীর ছেলে প্রলয় কপালী বাড়ির পাশে সায়দারপার স্কুল সংলগ্ন এলাকায় আত্মহত্যা করেন।
এলাকার পথ চলতি মানুষ ঘটনাটি দেখতে পেয়ে সাথে সাথে পরিবারের সদস্য এবং পুলিশকে খবর দিয়েছেন। কিন্তু কি কারনে তার মৃত্যু হয়েছে কেউ বুঝে উঠতে পারেনি।
এক এলাকাবাসী জানিয়েছেন, প্রলয় কপালী ছিল এলাকার সকলের আদরের ছেলে। সে বিগত বছরে বহি: রাজ্যের ব্যাঙ্গালোরে কর্মের কাছে নিয়োজিত ছিল।বর্তমানে সে বাড়িতেই ছিল। তাছাড়া, পরিবারের প্রত্যেক সদস্যরা একে অপরের মেলবন্ধন রেখেই সকলেই এগোচ্ছে। পরিবারটিতে কোন ধরনের কোন ঝামেলার খবর নেই। এই হৃদয় বিদারক ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নবীন প্রবিনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে।