চেন্নাই, ৩ এপ্রিল (হি.স.): ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিল ডিএমকে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন বৃহস্পতিবার বলেছেন, “এই ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে ডিএমকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে।” বুধবারই লোকসভায় পাস হয়েছে ওয়াকফ সংশোধনী বিল। এই বিলের বিরুদ্ধে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এবং ডিএমকে বিধায়করা এদিন বিধানসভায় কালো ফিতা পরে বিক্ষোভ দেখান।
তামিলনাড়ুর উপ-মুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিন বলেছেন, “আমরা ও বিলের বিরোধিতা করছি। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই এর বিরুদ্ধে একটি প্রস্তাব পাস করেছেন।” দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিএমকে সাংসদ কানিমোঝি বলেন, “এটা খুবই দুঃখজনক যে এই দেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে একটি বিল পাস করা হয়েছে এবং তার পরে, তারা মণিপুর নিয়ে আলোচনা করতে আধ ঘণ্টা সময় নিয়েছে।”