আগরতলা, ৩ এপ্রিল : গোপন সংবাদের ভিত্তিতে ধর্মনগর বন দপ্তরের কর্মীরা লক্ষাধিক টাকার চোরাই কাঠ সহ একটি গাড়ি আটক করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে বন দপ্তরের টহল দল বাগবাশা-ধর্মনগর সড়কে ওত পেতে থাকে। গভীর রাতে সন্দেহভাজন একটি বলেরো (নং টিআর০২ডি১৮৮০) গাড়িকে ধাওয়া করলে কামেশ্বর এলাকায় গাড়িটির চাকা ফেটে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশে গিয়ে দুর্ঘটনার শিকার হয়, তবে চালক পালিয়ে যায়।
পরবর্তীতে ধর্মনগর বন দপ্তরের রেঞ্জার বিশ্বজিৎ দাসের নেতৃত্বে গাড়িটি উদ্ধার করে বন দপ্তরে নিয়ে আসা হয়।