নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ এপ্রিল:
মোহনপুর মহকুমা প্রশাসন, তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং ব্রহ্মকুন্ড মেলা কমিটির যৌথ উদ্যোগে আগামী ৪-৬ এপ্রিল অশোকাষ্টমী উপলক্ষ্যে সিমনায় ৩দিনব্যাপী ব্রহ্মকুন্ড মেলা অনুষ্ঠিত হবে। আগামীকাল মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতনলাল নাথ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, টি.টি.এ.এ.ডি.সি.-র কার্যনির্বাহী সদস্য রবীন্দ্র দেববর্মা, ত্রিপুরা চা উন্নয়ন নিগম লিমিটেডের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ, হেজামারা বি.এ.সি.-র চেয়ারম্যান সুনীল দেববর্মা, মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব, মোহনপুর পুরপরিষদের চেয়ারপার্সন অনিতা দেবনাথ, পশ্চিম ত্রিপুরা জিলাপরিষদের সদস্য জয়লাল দাস। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিল্প ও বাণিজ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বৃষকেতু দেববর্মা।