নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ এপ্রিল:
প্রেসক্লাবের নির্বাচনকে সামনে রেখে আজ ইউনাইটেড প্রগ্রেসিভ- র উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এই সম্মেলনে ইউনাইটেড প্রগ্রেসিভের ইস্তেহার প্রকাশ করা হয়।
এই দিনের সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্ট সাংবাদিক শাণিত দেবরায় বলেন, বর্তমানে যে কমিটি প্রেসক্লাব পরিচালনা করছেন তারা সঠিকভাবে প্রেসক্লাবকে চালনা করতে পারেননি। তারা ব্যর্থ হয়েছে। একটি নির্দিষ্ট সময় থাকার পরেও সাংবাদিকদের সুবিধার্থে এবং তাদের হিতে কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি। তাই সাংবাদিকদের যাবতীয় দিক বিবেচনা করে ইউনাইটেড প্রগ্রেসিভ নির্বাচনে জয়ী হলে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ নিয়েছে। এদিনের ইস্তেহারে সাংবাদিকদের সার্বিক উন্নয়নে বিভিন্ন প্রতিশ্রুতি প্রদান করা হয়।
ইস্তেহার সম্পর্কে বিস্তারিত বলতে গিয়ে তিনি জানান, মহিলা সাংবাদিকদের জন্য আলাদা বসার রুম প্রদান করার ব্যবস্থা করা হবে। হঠাৎ অসুস্থ এবং দুর্ঘটনা গ্রস্থ সাংবাদিকদের জন্য ৫০০০ টাকা আপতকালীন আর্থিক সাহায্যের ব্যবস্থা করা হবে। প্রেসক্লাব সদস্যদের গ্রুপ ইন্সুরেন্স চালু করা হবে। প্রত্যেকটি সংবাদমাধ্যমে এক এক্রেডিয়েশন কার্ড প্রদানের ব্যবস্থা করা হবে। এছাড়াও আর বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার প্রতিশ্রুতি দিয়েছেন ইউনাইটেড প্রগ্রেসিভ। সাংবাদিকদের সুবিধার্থে ইউনাইটেড প্রগ্রেসিভের পক্ষে ভোট দেওয়ার আবেদন জানান উপস্থিত প্রতিনিধিগণ।