চলতি মাসের শেষ সপ্তাহে প্রকাশিত হতে পারে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল : পর্ষদ সভাপতি

আগরতলা, ২ এপ্রিল: চলতি মাসের শেষ সপ্তাহে প্রকাশিত হবে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ডা. ধনঞ্জয় গণচৌধুরী।

এদিন তিনি বলেন, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার চলতি এ মাসের শেষে অথবা মে মাসের প্রথম সপ্তাহে বের হতে পারে। আজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক খাতা মূল্যায়নের কাজ শুরু হয়েছে। ১৫ দিনের মধ্যে এ কাজ সম্পূর্ণ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এদিন তিনি আরও বলেন, চারটি বিদ্যালয়ে মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের কাজ শুরু হয়েছে । সেগুলো হল, বাণী বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়, বোধজং বালিকা বিদ্যালয়,কামিনী কুমার স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বিজয় কুমার উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়। অন্যদিকে মহারাণী বড়দোয়ালী উচ্চমাধ্যমিক বিদ্যালয় এবং নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে উচ্চমাধ্যমিকের উত্তরপত্রের মূল্যায়নের কাজ শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *