অষ্টম পে কমিশন গঠন করার বিষয়টি রাজ্য সরকারের বিবেচনাধীন : অর্থমন্ত্রী

আগরতলা, ১ এপ্রিল : অষ্টম পে কমিশন গঠন করার বিষয়টি রাজ্য সরকারের বিবেচনাধীন। উপযুক্ত সময়ে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। আজ রাজ্য বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে বিধায়ক গোপাল চন্দ্র রায়ের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, চলতি বছরের ১৬ জানুয়ারি কেন্দ্রীয় সরকার অষ্টম পে কমিশন গঠন করার প্রস্তাবের ঘোষণা দেন। এখন পর্যন্ত ভারতের কোনও রাজ্যই অষ্টম পে কমিশন গঠনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। ত্রিপুরা সরকারও উপযুক্ত সময়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। বিধায়ক সুদীপ রায় বর্মনের এক প্রশ্নের উত্তরে তিনি জানান, ষোড়শ অর্থ কমিশনের কাছে রাজ্যের আর্থিক অবস্থা সম্পর্কে সবকিছু জানানো হয়েছে। অর্থ কমিশন রাজ্যের আর্থিক অবস্থার প্রশংসা করে গেছে।

তিনি বলেন, মহার্ঘভাতা রাজ্য সরকারের কর্মচারী ও পেশনারদের নিয়মিতভাবে দেওয়া হচ্ছে। রাজ্য সরকার কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারের কর্মচারীদের মহার্ঘভাতা প্রদানের যে ব্যবধান রয়েছে তা ক্রমান্বয়ে কমানোর প্রচেষ্টা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *