আগরতলা, ১ এপ্রিল : ১লা বৈশাখকে কেন্দ্র করে প্রতিবছরের মতো এবারও রাজধানীর শকুন্তলা রোড এলাকায় শুরু হয়েছে চৈত্র মেলা। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী ১৪ই এপ্রিল পর্যন্ত।
শকুন্তলা রোড, ওরিয়েন্ট চৌমুহনী এবং শিশুর উদ্যান সংলগ্ন এলাকায় বসেছে এই মেলা, যা দুপুর থেকেই জমে উঠেছে। দোকানিরা নানা পসরা সাজিয়ে বসেছেন, আর ক্রেতাদের ভিড় বাড়ছে প্রতি মুহূর্তে। মেলায় পোশাক, গয়না সহ বাড়ির নিত্য ব্যবহারের নানা ধরনের পণ্য পাওয়া যাচ্ছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, বৈশাখের আগমনী উপলক্ষে এই মেলায় প্রচুর ভিড় হয়। পরিবার-পরিজন নিয়ে আসা ক্রেতারা আসেন এবং প্রয়োজনীয় জিনিস ক্রয় করে নিয়ে যান।
পসরা সাজিয়ে বসে ব্যবসায়ীরা বলেচেন, প্রতিবছরের মতো এবারও চৈত্র মেলা সফলভাবে পরিচালনার করার চেষ্টা চলছে, মেলায় নিরাপত্তা এবং সুশৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করা হবে।