আগরতলা, ৩১ মার্চ : আজ করমছড়ায় দলীয় কর্মীদের ফের একবার চাঙ্গা করার চেষ্টা করলেন তিপ্রা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মন। এদিন করমছড়া বিধানসভা কেন্দ্রের নেপালিটিলা এলাকায় তিপ্রা মথা দলের এক মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন।
এদিন তিনি বলেন, বিজেপির সঙ্গে তিপ্রা মথা জোট করেছে এর মানে এটা নয় যে তিপ্রাসাদের অধিকার নিয়ে লড়াই বন্ধ করে দেবে দল। অন্যান্য দলগুলির মত শরিক দলে মিশে যাওয়ার পর তিপ্রাসাদের অধিকার নিয়ে লড়াই বন্ধ করবে না তিপ্রা মথা। তিনি বলেন জনজাতিদের মধ্যে ঐক্যের অভাবের ফলে তারা বিভিন্ন দলে বিভক্ত। যার দরুন আজও জনজাতিরা অনেকটাই নিচে রয়েছে। তাদের উন্নয়ন সম্ভব হচ্ছে না। জনজাতিদের ঐক্যবদ্ধ হতে আহবান করেন প্রদ্যুৎ।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে প্রদ্যুৎ কিশোর আরো বলেন, তিপ্রা মথা জনজাতিদের জন্য লড়াই অব্যাহত রাখবে। তিপ্রা ল্যান্ড, জনজাতিদের অধিকার, অথবা ভাষার জন্য লড়াই অব্যাহত থাকবে। বর্তমান সময়ে লড়াই করতে হবে বুদ্ধিমত্তার সাথে। তাই সকল জনজাতিদের ঐক্যবদ্ধ হয়ে জনজাতিদের আগামী প্রজন্মকে সুরক্ষিত করার জন্য এগিয়ে আসার আহ্বান করেন প্রাক্তন সুপ্রিমো।