খোয়াই, ৩০ মার্চ: খোয়াই মহকুমার অন্তর্গত আশারাম বাড়িতে এক ব্যতিক্রমী ও প্রাচীন লোকাচার পালন করা হলো—বৃষ্টির আশায় ব্যাঙের বিয়ে। স্থানীয়দের বিশ্বাস, ব্যাঙের বিয়ের মাধ্যমে ইন্দ্রদেব প্রসন্ন হন এবং দ্রুত বর্ষার বৃষ্টি নেমে আসে, যা কৃষিকাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গতকাল সন্ধ্যায় ধুমধাম করে অনুষ্ঠিত হয় এই ব্যাঙের বিয়ে। হিন্দু রীতিনীতি মেনে সম্পন্ন হয় বিয়ের সমস্ত আচার-অনুষ্ঠান। পুরোহিত মন্ত্রোচ্চারণ করে বিয়ের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। দুই ব্যাঙকে বর-কনের সাজে সজ্জিত করে, সিন্দুর দান থেকে মালাবদল পর্যন্ত সমস্ত নিয়ম মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয়।
এই অভিনব অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি আশপাশের অঞ্চল থেকেও বহু মানুষ ভিড় জমান। সকলের মধ্যেই ছিল উৎসবের আমেজ। ব্যাঙের বিয়ের পর আশাবাদী এলাকাবাসী, খুব শীঘ্রই আকাশ মেঘে ঢাকা পড়বে এবং বৃষ্টির ছোঁয়ায় শুষ্ক জমি সজীব হয়ে উঠবে।
খোয়াই অঞ্চলে বহু বছর ধরে এই লোকাচার প্রচলিত, যা এখনও সমান আগ্রহ ও বিশ্বাসের সঙ্গে পালন করা হয়। স্থানীয়রা মনে করেন, এই প্রথার মাধ্যমে প্রকৃতির আশীর্বাদ লাভ সম্ভব, যা কৃষিজীবী সমাজের জন্য আশীর্বাদস্বরূপ।