কল্যাণপুর, ২৮ মার্চ : কল্যাণপুর থানা এলাকার রজনী সর্দার পাড়া এডিসি ভিলেজে এক জনজাতি যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। মৃত ব্যক্তির নাম দেবাশীষ দেববর্মা।বয়স পঁয়তাল্লিশ। তার বাবার নাম আনন্দ দেববর্বা।
পুলিশ জানায়, মৃত ব্যক্তির বাড়ী গোবিন্দ কোবড়া পাড়া এলাকায়। রজনী সর্দার পাড়া সংলগ্ন বিশালকার ধানি জমির পরিত্যক্ত স্থানে থেকে মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয় মানুষের বক্তব্য, প্রতিনিয়তই দেবাশীষ অত্যাধিক মদ্যপানে আসক্ত থাকতো। পাশাপাশি, মদ্যপান করে ভবঘুরের মতো রাতেও বাড়ী না ফিরে যেখানে সেখানে ঘুমিয়ে থাকতো। অতিরিক্ত নেশার কারণে তার স্ত্রী ও তাকে ছেড়ে চলে যায়। কল্যাণপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার এর পর জানায় আজ ওই মৃতদেহটি কল্যাণপুর হাসপাতাল এর মর্গে থাকবে। শনিবার দেহের ময়নাতদন্ত হবে।