আগরতলা, ২৮ মার্চ : জঙ্গল থেকে বল খুজতে গিয়ে বোমা বিস্ফোরণ ঘটে। বোমা বিস্ফোরণে গুরুতর আহত এক ছাত্র।ওই ঘটনায় উদয়পুর গকুলপুর এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। বর্তমানে ছাত্রটি গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীনে আছে।
ঘটনার বিবরণে জানা গিয়েছে,আজ সকালে উদয়পুর এলাকা শিশুরা ক্রিকেট খেলতে মাঠে গিয়েছিল। ক্রিকেট খেলার বলটি খেলতে খেলতে চলে যায় জঙ্গলে। এখান থেকে বলটা আনতে গেলে দীপান্ত দেবনাথ (১২। সে সপ্তম শ্রেণী ছাত্র। বলটি জঙ্গল থেকে খুঁজতে গিয়ে দেখে গোলাকৃত একটি কিছু পরে রয়েছে। এটা দেখতে গিয়ে বোমা বিস্ফোরণ ঘটে। সাথে অন্য শিশুরা চিৎকার চেঁচামেচি শুরু করে। এদিকে, ঘটনাস্থলে ছুটে গিয়েছে এলাকার লোকজন সহ পরিবারের লোকজনের। তাঁরা শিশুটির বাবাকে খবর দিয়েছেন। সাথে সাথে তাঁর বাবা বিপ্লব দেবনাথ ছুটে গিয়ে ছেলেকে নিয়ে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা শিশুটিকে শল্য বিভাগে ভর্তি করেছেন। এদিকে, খবর পেয়ে রাধা কিশোর পুর থানার পুলিশ ছুটে গিয়েছে।