গিরিডি, ২৮ মার্চ (হি.স.) : জমি বিবাদকে কেন্দ্র করে ঝাড়খণ্ডের গিরিডি জেলার বদডিহা গ্রামে সংঘর্ষে প্রাণ হারালেন এক ব্যক্তি। সংঘর্ষে এক পরিবারের একাধিক সদস্য আহত হয়েছেন।
মৃত ব্যক্তির নাম আশোক রাম ওরফে পপি রাম। আহতদের মধ্যে তাঁর পুত্রও রয়েছেন। জানা গেছে, আশোক রাম ও তাঁর আত্মীয় কৈলাশ রামের মধ্যে দীর্ঘদিন ধরে জমিতে দেওয়াল নিয়ে বিবাদ চলছিল। শুক্রবার সেই বিবাদ চরমে পৌঁছে সংঘর্ষ বাধে। উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে আশোক রাম ও তাঁর পুত্র গুরুতর আহত হন। তাঁদের হাসপাতালে নিয়ে গেলে আশোক রামকে মৃত ঘোষণা করা হয় এবং তাঁর পুত্রকে চিকিৎসার জন্য ধানবাদ রেফার করা হয়। এক পুলিশ আধিকারিক জানান , মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় পুলিশ অভিযুক্ত কৈলাশ রাম ও তাঁর দুই পুত্রকে গ্রেফতার করেছে।