পাটনা, ২৮ মার্চ (হি.স.) : বিহারের পাটনা সিটির মালসলামি থানা এলাকার শিমলি নবাবগঞ্জে শুক্রবার দুপুরে একটি গুদামে ভয়াবহ আগুন লাগে। আগুন লাগার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দমকলের ৩ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় । স্থানীয় বাসিন্দাদের সহায়তায় দমকল কর্মীরা আগুন নেভানোর কাজে লেগে পড়েন। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।