আগরতলা, ২৮ মার্চ : মন্ত্রী রতন লাল নাথকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়ার দাবিতে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডির কাছে চিঠি দিলো উপজাতি গণমুক্তি পরিষদ।
ওই চিঠিতে ত্রিপুরা রাজ্য উপজাতী গণমুক্তি পরিষদের (জিএমপি) পক্ষ থেকে লেখেন, গত ২৪ মার্চ ত্রিপুরা বিধানসভায় ঘটে যাওয়া দুর্ভাগ্যজনক ঘটনা। বিরোধী দলনেতা শাসক দলের একজন মন্ত্রীর পরিবারকে সম্পৃক্ত করার অভিযোগে একটি দুর্নীতির মামলা নিয়ে আলোচনা করছিলেন যখন মন্ত্রী রতন লাল নাথ তার জাত-জাতিগত নিগ্রহের কথা তুলে ধরে এবং তাকে হুমকি দিয়ে তার সমালোচনা করেছিলেন। ফলে সমস্ত গণতান্ত্রিক মানুষ বিশেষ করে আদিবাসীরা নিজেদেরকে চরমভাবে অপমানিত বোধ করছে। আরও লেখেন, এখনো পর্যন্ত ত্রিপুরা বিধানসভার ইতিহাসে কখনও এই ধরনের জাতিগত ঘটনা ঘটেনি। এই আচরণের তীব্র নিন্দা জানিয়েছে জিএমপি। মন্ত্রী রতন লাল নাথের আচরণে বিধানসভার সম্মান ক্ষুন্ন হয়েছে। তাই অতিসত্বর তাঁকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা হোক।