কৃতীদের হাতে নিয়োগপত্র তুলে দিলেন যোগী, স্বচ্ছ পরীক্ষার ওপর জোর মুখ্যমন্ত্রীর

লখনউ, ২৭ মার্চ (হি.স.): কৃতীদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বৃহস্পতিবার লখনউয়ের লোক ভবন অডিটোরিয়ামে আয়োজিত ইউপি পাবলিক সার্ভিস কমিশন এবং ইউপি সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন কমিশন কর্তৃক উত্তীর্ণ আয়ুষ বিভাগের ২৮৩ জন মেডিকেল অফিসারকে নিয়োগপত্র বিতরণ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এদিন বলেছেন, “এই নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠানটি সরকারের উদ্দেশ্য, সততা এবং স্বচ্ছতার একটি উদাহরণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুপ্রেরণায়, রাজ্য সরকার গত ৮ বছরে রাজ্যের জনগণকে প্রায় ৮.৫ লক্ষ সরকারি চাকরি দিয়েছে। আমি ইউপিপিএসসি এবং।ইউপিএসএসএসসি-কে আন্তরিক ধন্যবাদ জানাই, সততার সাথে এবং সরকারের উদ্দেশ্য অনুসারে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *