নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মার্চ:
বর্তমানে রাজ্যে তিনটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ চলছে। আজ রাজ্য বিধানসভায় বিধায়ক রঞ্জিত দাসের এক প্রশ্নের লিখিত উত্তরে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ঊনকোটি জেলার পেঁচারথল ব্লকের অন্তর্গত মাছমারায় দৈনিক ০.৩০ মেগা গ্যালন ক্ষমতাসম্পন্ন, খোয়াই জেলার কল্যাণপুরে দৈনিক ০.৫৫ মেগা গ্যালন ক্ষমতাসম্পন্ন এবং গোমতী জেলার কাকড়াবন ব্লকের অন্তর্গত জামজুরিতে দৈনিক ০.৬৫ মেগা গ্যালন ক্ষমতাসম্পন্ন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ চলছে। মুখ্যমন্ত্রী শ্রী সাহা জানান, এরমধ্যে টিটিএএডিসি এলাকায় ঊনকোটি জেলার পেঁচারথল ব্লকের মাছমারাতে একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ চলছে।
2025-03-27