শহর ও শহরতলী এলাকায় চুরি ছিনতাই ও অসামাজিক কাজকর্ম বন্ধের দাবিতে সিপিআইএম মধ্য বনমালীপুর অঞ্চল কমিটির উদ্যোগে থানায় ডেপুটেশন

আগরতলা, ২৭ মার্চ : আগরতলা শহর ও শহরতলী এলাকায় চুরি ছিনতাই ও অসামাজিক কাজকর্ম বন্ধের দাবিতে সিপিআইএম মধ্য বনমালীপুর অঞ্চল কমিটির উদ্যোগে পূর্ব আগরতলা থানায় ডেপুটেশন প্রদান করা হয়।

শহর এলাকায় চুরি ছিনতাই অসামাজিক কাজকর্ম ও নেশার রমরমা ক্রমাগত বেড়ে চলেছে। স্মার্টসিটি আগরতলায় এ ধরনের কাজকর্ম বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সিপিআইএম মধ্য বনমালীপুর অঞ্চল কমিটি। গত দুদিন আগেও আগরতলা শহর এলাকায় একটি বাড়িতে দুঃসাহসি লুট পাটের ঘটনা ঘটেছে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদ জানিয়ে এবং নেশার রমরমা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে সিপিআইএম মধ্য বনমালীপুর অঞ্চল কমিটির পক্ষ থেকে বৃহস্পতিবার পূর্ব আগরতলায় ডেপুটেশন প্রদান করা হয়। অবিলম্বে এসব ঘটনায় যদি তাদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *