রাজ্যগুলিকে তুর, মসুর ও উড়াদ ডাল কেনার অনুমতি দিয়েছে কেন্দ্র : শিবরাজ চৌহান

নয়াদিল্লি, ২৭ মার্চ (হি.স.): রাজ্যগুলিকে তুর, মসুর ও উড়াদ ডাল কেনার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকারের কৃষি মন্ত্রক। বৃহস্পতিবার এমনটাই জানালেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি বলেছেন, “তুর ডাল কেনার কাজ চলছে। অন্ধ্রপ্রদেশ, গুজরাট, কর্ণাটক, মহারাষ্ট্র এবং তেলেঙ্গানায়, নাফেড এবং এনসিসিএফ-এর মাধ্যমে এমএসপি (ন্যূনতম সহায়ক মূল্য)-তে ক্রয় চলছে। আমি রাজ্যগুলিকে এমএসপি-তে এই ক্রয় পরিকল্পনাটি সঠিকভাবে বাস্তবায়নের জন্য আবেদন করছি।”

শিবরাজ সিং চৌহান আরও বলেছেন, “প্রধানমন্ত্রী আশা যোজনার আওতায় ছোলা, সরিষা এবং মসুর সংগ্রহও করা হবে। আমরা বিভিন্ন রাজ্যকে (রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট) সরিষা কেনার অনুমোদন দিয়েছি। কৃষকদের নিবন্ধন প্রক্রিয়া সহজ করার জন্য, আমরা নাফেড এবং এনসিসিএফ পোর্টালের ব্যবহার নিশ্চিত করেছি। রাজ্য সরকারগুলিকে এই ক্রয়ে কার্যকর সহযোগিতা নিশ্চিত করা উচিত।”

—————

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *