আগরতলা, ২৫ মার্চ : ত্রিপুরায় বিভিন্ন হাসপাতালে বর্তমানে ২১৫ জন নিয়মিত এলোপ্যাথি ফার্মাসিস্ট কর্মরত আছেন,এবং ১৯২ জন স্থির বেতনে কর্মরত রয়েছেন। আজ ত্রিপুরা বিধানসভায় বাজেট অধিবেশনের তৃতীয় দিনে সিপিএম বিধায়ক দীপঙ্কর সেনের তারকা চিহ্নবিহীন প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, পাঁচ বৎসর যাবৎ বা তার অধিক সময় ধরে একই জায়গায় ১৯০ জন ফার্মাসিস্টদের কর্মরত আছেন। এদিন তিনি আরও বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অন্তর্গত রাজ্যের বেশিরভাগ স্বাস্থ্য কেন্দ্রই ফার্মাসিস্ট রয়েছে। তবে কয়েকটি স্বাস্থ্য কেন্দ্রে ফার্মাসিস্ট নেই তাদের জায়গায় নতুন করে ফার্মাসিস্ট দেওয়ার পরিকল্পনা রয়েছে দপ্তরের।