ঢাকা, ২৫ মার্চ : বিশিষ্ট সংস্কৃতিকর্মী, সংগীতশিল্পী, সংগঠক, গবেষক এবং শিক্ষাবিদ ছায়ানটের সভাপতি সনজীদা খাতুন আজ বিকাল ৩টা ১০ মিনিটে রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
দীর্ঘদিন ধরে কিডনির সমস্যাসহ বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছিলেন সনজীদা খাতুন, নিয়মিত ডায়ালাইসিসও করানো হচ্ছিল তাকে। তার মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
মাত্র পাঁচ বছর বয়সে রবীন্দ্রসংগীত শেখা শুরু করেন সনজীদা খাতুন। সংগীতশিল্পী হিসেবে তার দীর্ঘ পথচলায় তিনি দেশের সংগীতাঙ্গনে বিশেষ অবদান রেখেছেন এবং সংগীতপ্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।