“জাত” ইস্যুতে উত্তাল বিধানসভা, সিপিএম বিধায়কদের ওয়াকআউট

আগরতলা, ২৫ মার্চ : জাত পরিচয় ইস্যুতে ফের উত্তাল বিধানসভা। আজ ত্রিপুরা বিধানসভায় বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে বিরোধী দলনেতাকে জাত নিয়ে আক্রমণ করার তীব্র নিন্দা জানিয়ে সরব হয়েছেন সিপিএম বিধায়করা। তাই, সংসদ বিষয়ক মন্ত্রীকে ভুল স্বীকার করার দাবি তুলেছিলেন তাঁরা। এরই প্রতিবাদে ওয়েলে নেমে কিছুক্ষণ বিক্ষোভ দেখিয়ে তাঁরা বিধানসভা অধিবেশন ওয়াকওয়াট করে বেরিয়ে যান।

প্রসঙ্গত, গতকাল ত্রিপুরা বিধানসভা অধিবেশনের দ্বিতীয়ার্ধে আচমকা উত্তপ্ত হয়ে পড়ে বিধানসভা। রীতি অনুযায়ী প্রস্তাবিত বাজেটের উপর আলেচনা করেছিলেন বিরোধী দলনেতা। বিরোধী দলনেতার আলোচনা দীর্ঘায়িত হয়ে চলায় অধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করেন পরিষদীয় মন্ত্রী। তাতেই বাঁধে বির্তক। একসময় মেজাজ হারিয়ে হাতে থাকা কাজগপত্র টেবিলে ছুঁড়ে ফেলেন বিরোধী দলনেতা। তখন পরিষদীয় মন্ত্রী রতন লাল নাথ এই ঘটনাকে অশোভনীয় আচরণ বলে উল্লেখ করেন। পাশাপাশি তিনি বলেন কমিউনিস্টের জাত প্রসঙ্গ নিয়ে কথা বলেছিলেন। গতকাল এই অভিযোগে সরব হয়েছিল বিরোধীরা।

আজ ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশনের তৃতীয় দিনে শূন্যকালে সিপিএম বিধায়ক শ্যামল চক্রবর্তী ফের জাত পরিচয় প্রসঙ্গ তুলেছিলেন। ফের রেগে গেলেন সংসদ বিষয়ক মন্ত্রী রতন লাল নাথ। এদিন বিধানসভায় শ্রী চক্রবর্তী বলেন, তিনি বলতে পারতেন যে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী তার দলের মানসিকতা প্রমাণ করেছেন। কিন্তু পরিবর্তে তিনি বলেন যে বিরোধী দলনেতা তার জাত প্রমাণ করেছেন। এটি খুবই অগ্রহণযোগ্য। আমরা এর নিন্দা জানাই। সংসদ বিষয়ক মন্ত্রীকে তার বক্তব্য প্রত্যাহার করতে হবে। একজন প্রবীণ সদস্য কীভাবে এমন মন্তব্য করতে পারেন, প্রশ্ন করেন তিনি। এদিকে, অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন সিপিআই(এম) বিধায়কদের থামানোর চেষ্টা করে বলেন, “আপনারা এখন এমন বিষয় উত্থাপন করতে পারবেন না। আপনারা বিষয় পরিবর্তন করছেন। আমরা এর অনুমতি দিতে পারি না। এটা ঠিক নয়।

তখনই সংসদ বিষয়ক মন্ত্রী বলেন, সুড়সুড়ি দেওয়ার চেষ্টা করছে সিপিআইএম। তাঁর কথায়, সুড়সুড়ি দেওয়ার চেষ্টা করা হলে কোনো কাজ হবে না। এর জবাবে বিরোধী দলনেতা বলেন, “এটা সংস্কৃতি নয়, এটা গুন্ডামি।”বিরোধী দলনেতা মন্ত্রীর আচরণকে গুন্ডামি বলার সাথে সাথেই স্পিকার “গুন্ডামি” শব্দটি প্রত্যাহার করার নির্দেশ দেন।এরই প্রতিবাদে বিরোধীরা ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন এবং শ্লোগান দেন। এভাবে কিছুটা সময় বিক্ষোভ দেখিয়ে তাঁরা ওয়াকআউট করে বেড়িয়ে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *